
~~~~~~~~~
বনু আমার তুমি যে কই
তোমারই পাশে শুয়ে যে রই।
তোমারই পথে চেয়ে থাকি
তুমি আমার জীবন সাথী।
বনু আমার সোনারই চাঁন
আমার এই দেহে তুমি যে প্রাণ।
বনু আমার লক্ষী সোনা
তোমার আমার চাঁদের কনা।
আমারই সাধের প্রদীপ তুমি
নিভীয়ে দিবে না জানি আমি।
তুমি আমি দুটি বোন
ভালোবাসার অটুট বাঁধন।
—-রচনা— ২৮/০৫/২০১৯
বিঃদ্রঃ —
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লেখা কবিতায়
তার বনুর (ছোট্ট বোন) প্রতি
ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
©©©©©©©©©©©©©©©©
আপনাদের যেকোনো অভিযোগ,
যেকোনো পরামর্শের জন্য-
যোগাযোগ করুন-
WhatsApp+IMO= +971559391375
EMAIL=skbabulbd@gmail.com
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
Website= https://skbabulbd.art.blog

