এস কে বাবুল

যে হতো বঙ্গবন্ধুর মতো।
যে হতো আমাদের মহান নেতা,
ভাবতো শুধু জনগণের কথা।
যদি রেচকোর্সের ময়দানের মতো,
আর একবার সেই ভাষণ হতো-
ভাষণ হতো- ভাষণ হতো-।
যদি আর একটি শিশুর জন্ম হতো,
যে হতো বঙ্গবন্ধুর মতো।
যদি সত্যিই দেশটা হয়েছে স্বাধীন,
তবে মানুষ কেন আজও আছে পরাধীন।
অসহায় আছে যারা মুজিব প্রেমিক-
প্রবাসী গার্মেন্টস আর কৃষক শ্রমিক।
যদি এমন একটি নিউজ হতো,
কোন শিশু আজ নয় ধর্ষিত-
নয় ধর্ষিত- নয় ধর্ষিত-।
যদি আর একটি শিশুর জন্ম হতো,
যে হতো বঙ্গবন্ধুর মতো।
যদি এমন একটি দেশ হতো,
যে দেশের মানুষ মুজিবের মতো।
যে দেশে ঘাতক নাই,খুনি ধর্ষক নাই,
হাসি খুশি থাকে সবাই অবিরতো।
যদি আর একটি ঘোষণা হতো,
বঙ্গবন্ধু আছে জীবিত-
আছে জীবিত- আছে জীবিত।
যদি আর একটি শিশুর জন্ম হতো,
যে হতো বঙ্গবন্ধুর মতো মতো।
©©©©©©©©©©©©©©©©
আপনাদের যেকোনো অভিযোগ,
যেকোনো পরামর্শের জন্য-
যোগাযোগ করুন-
WhatsApp+IMO= +971559391375
EMAIL=skbabulbd@gmail.com
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট
Website= https://skbabulbd.art.blog
