আমার দেশ

এস কে বাবুল

মাগো আমায় দাও সাজিয়ে
মুক্তি সেনার বেসে,
ওদের সাথে যুদ্ধ করবো
দেশকে ভালবেসে।
ওদের মনে তিল পরিমাণ
নেইকো ভালোবাসা,
তাইতো ওরা ছিনিয়ে নিতে
চায় বাংলা ভাষা।
বাংলা আমার সব কিছু মা
বাংলা আমার জম্ম,
পাকিস্তানি সয়তানেরা
বুঝবে কি এর মর্ম।
তাই – মাগো যুদ্ধ করবো
আমি ওদের সাথে,
উচিত শিক্ষা দিবো ওদের
মারবো নিজের হাতে।
মা’ আমায় জড়িয়ে ধরে
ওরে আমার খোকা,
তুই চলে গেলে যে আমি
হবো বড় একা।
মা’কে আমি বুঝাইলাম
বোঝো না কেন তুমি,
এদেশ আমার সোনার বাংলা
প্রিয় জম্ম ভূমি।
রক্ষা করবো দেশকে আমি
শত্রুদের হাত থেকে,
মরে গেলে যাবো মা’গো
পতাকা টি রেখে।
মৃত্যু যদি হয় মা’গো
দেশ রক্ষার কাজে,
আমায় তুমি পাবে মা’গো
লাল সবুজের মাঝে।
লাল সবুজের মাঝে–
লাল সবুজের মাঝে।
~~~~~~~রচনা — ১৯৯৮ ~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সুপ্রিয় বন্ধুরা-
আমার লেখার মাঝে কোন ভুল ভ্রান্তি হলে
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার সহানুভূতি ও পরামর্শ একান্ত কাম্য।
~~~~~~~~SK BABUL BD~~~~~~~~
WHATSAPP+IMO- +971559391375
EMAIL:- skbabulbd@gmail.com
WEBSITE :- https://skbabulbd.art.blog

Leave a comment