অর্থই প্রেমের শর্ত

এস কে বাবুল

এখন আমি বেকার বলে
আসবে না তাই তুমি,
দুর হতে বারংবার
দিচ্ছ যে হাতছানি।
কাছে ডেকে বললে আমায়
এখন তুমি বেকার,
বেকার জীবনে বলো
পারে কে কার।
আগে একটা চাকরী করো
নিজের পায়ে দাঁড়াও
তার পরে পাবে আমায়
যদি হাত বাড়াও।
প্রেমে পড়িলে আগে
বড় হতে হয়
অর্থে বড় না হইলে
প্রেম তাহার নয়।
সত্য কথা বলেছো তুমি
তোমার কথাই ঠিক
প্রেমের নেশায় মাথাটা মোর
ঘুরছে চারিদিক।
ঠিক আছে, ঠিক আছে
ঘুরবো না আর পিছে,
তোমার পিছে ঘোরাঘুরি
জানি- শুধুই মিছে।
অর্থের পিছে দুনিয়া ঘোরে
আরতো কেবল তুমি
অর্থহীন তোমার পিছে
ঘুরছি শুধু আমি।
মনকে আমি বলেছি-
মন বুঝতে চেষ্টা কর,
ভালোবাসা চাস্ যদি
আগে চাকরী করে।
পড়েছি অনেক উপন্যাস
শুনেছি কত গল্প
নিজের চোখে দেখেছি
বেশি নয় অল্প।
প্রেমে চায় না অর্থ সম্পদ
চায় না জাতি কূল
এখন তাহার উল্টো চলে
সব হয়েছে ভুল।
প্রেমের আগে যদি দেখে
অতি বড়লোক
প্রেম করিলে কিছু
করা যাবে ভোগ,
হোক না প্রেমিক বিকলাঙ্গ
কিম্বা কূতসিত কালো
ধনীর ছেলে হয় যদি
তবু ও সে ভালো।
তবু ও সে ভালো।
****************
সুপ্রিয় বন্ধুরা-
আমার লেখার মাঝে কোন ভুল ভ্রান্তি হলে
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার সহানুভূতি ও পরামর্শ একান্ত কাম্য।
~~~~~~~~SK BABUL BD~~~~~~~~
WHATSAPP+IMO- +971559391375
EMAIL:- skbabulbd@gmail.com
WEBSITE :- https://skbabulbd.art.blog

Leave a comment