৩৫ বছর ধরে মা’য়ের লাশ খুঁজছি

এস কে বাবুল

৩৫’ বছর ধরে “মা”য়ের লাশ খুঁজছি। তবে এখন আর কারো সহযোগিতা ছাড়া খোঁজা সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। ২৫ শে ফেব্রুয়ারী ১৯৮৫ সাল , তখন আমি ছিলাম একেবারেই ছোট্ট শিশু, আমার ছোট বোনটি ছিলো আরো ছোট, শুধু মা মা বলে ডাকতে পারতো। আর আমার তো মা’য়ের মুখোচছবি মনেই নেই। নির্বুদ্ধিতার কারণেই জননী সেদিন আত্মহত্যা করেছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো – পুলিশ সেদিন মায়ের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্য আমার মায়ের লাশটি ময়নাতদন্তের পর মর্গ থেকে আর ফেরত আসেনি। আমার পিতা বাড়িতে উপস্থিত না থাকায় দুর্ভাগ্য আরো বেশি হয়। পুলিশ বলেছিলেন লাশটি রাখতে হলে দুই হাজার টাকা লাগবে । না হয় চেয়ারম্যান দায়িত্ব নিলে রেখে যাবো। তখনকার সময়ের চেয়ারম্যান ও রাজি হলো না। আর দুই হাজার টাকা ও যোগার হলো না। মায়ের লাশটি ও দাফন করা হলো না। পুলিশ লাশ কি নিয়ে গেলো, আর ফেরত এলো না। সেই ১৯৮৫ সাল থেকে যে যন্ত্রনায় ছটফট করছি তা কোন মানুষ কে বলে বোঝাতে পারবো না। মা মরে যাওয়ার ব্যথা একরকম, কিন্তু মা মরে যাওয়ার পর মায়ের লাশের খোঁজ না পাওয়ার ব্যথা অন্য রকম যা অনুভব করতে কষ্টকর । তার পর হাজার চেষ্টা করেও মনে করতে পারিনা যে মায়ের মুখ টা দেখতে কেমন ছিলো। কল্পনার রং তুলিতে আঁকতে পারি না মায়ের ছবি। যখন অন্য কোন মানুষ কে দেখি যে তার মা’কে ডাকে মা মা বলে, ফোনে কথা বলে মা কেমন আছো , তখন যেন পৃথিবীর সকল সাইক্লোন আমার মনের মধ্যে এসে তান্ডব চালায়। অনেক সময় ইচ্ছা হয়, যখন দেখি কোন তার ছেলে বা মেয়ের সঙ্গে মহব্বতের সাথে কথা বলে মনে হয় আমি দৌড়ে গিয়ে পায়ে পড়ি, এবং তাকে বলি মা’ আমাকে ও একটু ভালোবাসা ভিক্ষা দাও। কিন্তু তা আর বলা ও হয়ে ওঠেনা।যা হোক সব ভাগ্যের লিখন। তবে আমার জীবনের একটাই এবং শেষ ইচ্ছা মৃত্যুর আগে মূহুর্তে হলে ও জানতে চাই যে আমার মায়ের লাশটা কি করা হয়েছিল, কোথায় ফেলা হয়েছিলো, মৃত্যুর আগে আমার সন্তানদের ঝ বলে যেতে চাই তাদের দাদীর সমাধীতো ঠিকানা। আর এ ব্যাপারে কোন মহান ব্যক্তিই আমাকে সহযোগিতা করতে পারবে।
ফরিদপুর শহরের কোন মহান বন্ধু খোঁজ নিয়ে সহযোগিতা করতে পারবেন।
তৎকালীন ১৯৮৫ সালের ২৫ শেষ ফেব্রুয়ারী ফরিদপুর প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন।
তৎকালীন আন্জূমান মফিদুল ইসলাম (বেওয়ারিশ লাশ দাফন কারী সংস্থা )ফরিদপুরে ছিলো কিনা। যদি থাকে তাহলে তখনকার দায়িত্বে যারা ছিলেন ।
যদি কোন ভাই বা বন্ধু আমার জন্য একটু সহযোগিতা করতে পারেন, তাহলে আমি ও আমার পরিবার, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সহ সকলে কৃতজ্ঞ থাকবো। এবং আমাদের হৃদয়ে মহান ব্যক্তি হিসাবে সম্মান পূর্বক স্থানে রাখবো।

আপনাদের একান্ত সহযোগিতা কামনায়-
(এস কে বাবুল)
যে কোন তথ্য ও পরামর্শের জন্য–
যোগাযোগ করুন–
+971559391375 (দুবাই)
WhatsApp+IMO- +971559391375
Email: skbabulbd@gmail.com
Website: skbabulbd.art.blog

Leave a comment