এস কে বাবুল

রুপসীরা রুপ দেখাতে
স্কুলেতে যায়,
মর্ডান যূগে রুপ দেখানো
সহজ এক উপায়।
ইউনিফর্ম না পড়িয়া
ডিস্কো পোশাক পড়ে,
কাহার যেন মন ভোলাতে
ঠোঁটে কালার করে।
বিউটি সাজে সাজঁছে
যেন আস্তা এক পেতনি,
ক্লাস ফেলে চুটিয়ে খায়
চালতে বড়ই চাটনি।
বাড়ি বসে খেলে বৌছি
দাবা কেরাম রেকেট,
পড়ার টেবিলে বসে
করছে চিঠি প্যাকেট।
এই ভাবেতে চলতে থাকে
পুরো দশটি মাস,
বার্ষিক পরীক্ষায় বুঝি
করবে ভালো পাস।
বাংলায় নাম্বার এগারো
ইংরেজিতে ভয়,
অংকে পাইছে রসগোল্লা
ইতিহাসে ছয়।
ভূগোলে বিটিভিতে
ছবি সারারাত,
ধর্মে ছিলো হল ফ্রী
নকল করে সাঁত।
মায়ের কাছে গল্প করছে
পরীক্ষা হইছে ভালো,
বলার সময় হাসি মুখে
আড়ালে মুখ কালো।
রেজাল্ট আউট হইলে
ফেল ডিবিসন পায়,
চিন্তা করে বসে বসে
আঙুল চুষে খায়।
আঙুল চুষে খায়।
রচনা—02/01/2000
বিঃদ্রঃ= এই কবিতাটির কথা গুলো আমার নিজের চোখে দেখা একটি ফ্যামিলির ৭ জন মেয়ের বাস্তব চিত্র থেকে নেওয়া। এটা অন্য কোন মেয়ে অথবা কোন স্কুলকে উদ্দেশ্য করে নয়।
WHATSAPP+IMO- +971559391375
EMAIL:- skbabulbd@gmail.com
WEBSITE :- https://skbabulbd.art.blog
