এস কে বাবুল

আসলে শুধু হিন্দু নয়, যে কোন ধর্মের ই হোক না কেন, বিবাহের মাধ্যমে অনেক পুরুষ লোক অভিশপ্ত জীবন লাভ করে।আর সেটা হলো যৌতুকের জন্য। তবে যৌতুক অনেকাংশেই কমে গেলে ও হিন্দু বিবাহে অনেক বেশি জমজমাট ভাবে রেয়ে গেছে। এজন্যই অনেক পরিবার আছে যে, ছেলে সন্তান হলে খুশি হয়।আর মেয়ে সন্তান হলে নারাজ হয়। অনেকেই কন্যা সন্তান জন্ম দেয়ার আগেই মেরে ফেলেন।যা হোক যৌতুকের কথা বলি। দুবাই যে আমার এক সহকর্মী নাম জয়েন্তো ইন্ডিয়ান, ছুটি কেটে এসে দেখি খুব খুশি খুশি ভাব , জিজ্ঞেস করে জানতে পারলাম তিনি ছুটিতে দেশে গিয়ে বিয়ে করে আসছে, জিজ্ঞেস করলাম কি কি নিয়েছিস বিয়ে করে ? বলল দুই লাখ রুপি, দুই ভরি স্বর্ণালঙ্কার,আর এই কিছু আসবাবপত্র। যাক ভালো, ৫-৬ মাস পর দেখি জয়েন্তোর মনটা খুবই খারাপ , জিজ্ঞেস করলাম কি খবর জয়েন্তো মন খারাপ কেন? বলল ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আমি বললাম তো ভালো খবর , খুশির খবর, তো কি কি দেওয়া লাগবে? বলল সাড়ে তিন লাখ রুপি, ৫ ভরি স্বর্ণালঙ্কার আর অন্যান্য জিনিসপত্র। আমি বললাম খারাপ কি দুই লাখ নিয়েছিস, সুদে আসলে এখান ৫ লাখ দিতে হবে।
আর এক সহকর্মী রামপদ দা গল্পে একদিন বলল তার ৭ লাখ রুপি যোগার করতে হবে, মেয়ের বিয়ের জন্য, দুই টা মেয়ে কোন ছেলে নাই, বড়ো মেয়ের বিয়ে হয়েছে খরচ হয়েছে ৬ লাখ, আমি জিজ্ঞেস করলাম দাদা তুমি বিয়ে করে কতো টাকা পেয়েছিলে ? রামপদ দাদা বললেন আমি পেয়েছি মাত্র ৫০ হাজার তা ও বিয়ের সময় ই খরচ হয়ে গেছে। আমি বললাম দাদা ,,দেখো আজ তোমার মেয়ের বিয়ের টাকার জন্য কতটা কষ্ট তোমার হচ্ছে। তুমি যখন আমার শ্বশুরের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলে তখন তার এমন কষ্ট হয়েছিলো, এই তো মাত্র কয়েক দিন আগে সকালে ডিউটিতে যাওয়ার সময় এক বয়স্ক লোক বাসের মধ্যে উঠে সকলের কাছে সাহায্যের আবেদন করছে , বলছে ৩ টা মেয়ে, বিয়ে দিতে অনেক খরচ লাগবে। তাঁকে জিজ্ঞেস করলাম দাদা তুমি বিয়ের সময় কতো নিয়েছিলেন? তিনি বললেন আমি নেইনি, আমার বাবা নিয়েছিলো ২০ হাজার রুপি। বললাম তোমার ৩ মেয়ের বিয়ের খরচ কতো হবে তিনি বললেন ২০ লাখ। তোমার বাবা ছেলে বিয়ে দিয়ে ২০ হাজার নিয়েছে। এখন তুমি মেয়ের বাবা হয়ে সুদে আসলে ২০ লাখ রুপি দেবে এটা তো খারাপ নয়। অনেক বাবা আছে যার মেয়ে নেই, তবে ছেলে আছে তিনি তো অনেক খুশি হয় যে ছেলে বিয়ে দিয়ে শুধু অর্থ পাবে। ঐ বাবা কখন ও ভেবে দেখে না যে, যৌতুক নিয়ে আজ যে ছেলে কে বিয়ে দিচ্ছেন, ঐ ছেলে আগামীতে, ৩ টি মেয়ের বাবা হতে পারেন। ছেলের বাবা বা ছেলে ইচ্ছা করেই যৌতুক নেন। কিন্তু মেয়ের বাবা কে অনিচ্ছাকৃত যৌতুক দিতে হয়, অনিচ্ছাকৃত ভাবেই যৌতুকের সংগে চলে যায় অতি কষ্টের দীর্ঘশ্বাস। আর সেই দীর্ঘশ্বাস থেকে জম্ম হয়ে যায় অভিশাপ।যা কখনো কোন মানুষ কে উন্নতির দ্বারে পৌঁছাতে দেয় না।
ধুমপান ত্যাগ করার জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট। কথা টা বাস্তব। তেমনি যৌতুক না নেওয়ার জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট।
প্রতিটা পুরুষ ছেলে যদি বিয়ের আগে একবার নিজেকে সুপুরুষ ভেবে যৌতুক বিহীন বিয়ে করেন, তাহলে একটা সুন্দর সমাজ গড়তে সময় লাগে না।
মনে রাখবেন আজ আপনি যৌতুক নিয়ে একটা মেয়ে বিয়ে করবেন। কাল যৌতুক দিয়ে আপনার নিজের দুই টা মেয়ে বিয়ে দিতে হতে পারে।
***
একটা মেয়ে বিয়ে করে যৌতুক নিবো না
দুইটা মেয়ে বিয়ে দিয়ে যৌতুক দিবো না
***
নিজের বিয়েতে যৌতুক নিবো না
মেয়ের বিয়েতে যৌতুক দিবো না
***
WHATSAPP+IMO- +971559391375
EMAIL:- skbabulbd@gmail.com
WEBSITE :- https://skbabulbd.art.blog
